বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক : করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলো। তা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। যদিও মূল্য কমেছে রিয়ালের। দ্বিতীয় স্থানে আছে লিওনেল মেসিদের বার্সেলোনা। তিনে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের দাম কমেছে। তবে চারে থাকা অলরেডসদের দাম বেড়েছে।
বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলোর আর্থিক অবস্থার তালিকা বুধবার প্রকাশিত হয়েছে। তাতে গত ছয় বছরে এই প্রথম এতটা ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের নামী-দামী ক্লাবগুলো। ইংল্যান্ডের সংবাদপত্রের প্রকাশ করা ‘ব্র্যান্ড ফিন্যান্স রিভিউ’ অনুযায়ী, লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালের দর ১৩.৮ শতাংশ কমে গেছে। রিয়াল মাদ্রিদের বাজার মূল্য ১ হাজার ২৮৬ মিলিয়ন পাউন্ড। গত বছরের তুলনায় ২০৫ মিলিয়ন পাউন্ড মূল্য কমেছে তাদের।
তবে বার্সেলোনার বাজার দর বেড়েছে ১৮ মিলিয়ন পাউন্ড। ঠিক একইভাবে শিরোপা জেতা লিভারপুলের মূল্য বেড়েছে ৬৪.৩ মিলিয়ন পাউন্ড। কিন্তু তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের গত বছরের তুলনায় বাজার মূল্য ১৪৩ মিলিয়ন কমে গেছে। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটিও বাজার মূল্য ১১৮ মিলিয়ন পাউন্ড কমেছে।
সবচেয়ে বেশি মূল্য কমেছে বায়ার্ন মিউনিখের। জার্মান ক্লাবটির বাজার দর ৯৯৭ মিলিয়ন পাউন্ড। গত বছরের তুলনায় যা ২৩৩ মিলিয়ন পাউন্ড কম। দর কমেছে চেলসি, আর্সেনালেরও। তবে নেইমার-এমবাপ্পেদের বাজার মূল্য কিছুটা বেড়েছে।
সবচেয়ে দামী দশ ক্লাব :
১. রিয়াল মাদ্রিদ : ১.২৮৬ বিলিয়ন পাউন্ড (মূল্য কমেছে ২০৫ মিলিয়ন পাউন্ড)
২. বার্সেলোনা : ১.২৮০ বিলিয়ন পাউন্ড (মূল্য বেড়েছে ১৮.১ মিলিয়ন পাউন্ড)
৩. ম্যানইউ : ১.১৯০ বিলিয়ন পাউন্ড (মূল্য কমেছে ১৪৩ মিলিয়ন পাউন্ড)
৪. লিভারপুল : ১.১৪৩ বিলিয়ন পাউন্ড (মূল্য বেড়েছে ৬৪.৩ মিলিয়ন পাউন্ড)
৫. ম্যান সিটি : ১.০১৮ বিলিয়ন পাউন্ড (মূল্য কমেছে ১১৮ মিলিয়ন পাউন্ড)
৬. বায়ার্ন মিউনিখ :৯৫৭ মিলিয়ন পাউন্ড (মূল্য কমেছে ২৩৩ মিলিয়ন পাউন্ড)
৭. পিএসজি : ৮৭৬ মিলিয়ন পাউন্ড (মূল্য বেড়েছে ৪৮ মিলিয়ন পাউন্ড)
৮. চেলসি : ৮৫৯ মিলিয়ন পাউন্ড (মূল্য কমেছে ১৭ মিলিয়ন পাউন্ড)
৯. টটেনহ্যাম : ৭১০ মিলিয়ন পাউন্ড (মূল্য বেড়েছে ২৩.৫ মিলিয়ন পাউন্ড)
১০. আর্সেনাল : ৬৫১ মিলিয়ন পাউন্ড (মূল্য কমেছে ১৫০ মিলিয়ন পাউন্ড)