সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন
শামীম আহম্মেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় দল।
১২সেপ্টম্বর মঙ্গলবার মতলব উত্তর উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইবেকারে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ফুটবল দল ৪ -২ গোলের ব্যবধানে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রেফারির দায়িত্বে ছিলেন সহিদুল হক, সহকারী রেফারি ছিলেন আক্তার হোসেন ও জামাল উদ্দিন।
ধারা ভাষ্যকার ছিলেন, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, সোহেল রানা ও লোকমান হোসেন সরকার।
ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নাছির উদ্দিন মিয়া, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ জাহান মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।