সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা উপজেলা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শ্রমজীবী পেশাজীবি সর্বস্তরের জন সাধারনের উপস্থিতিতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু , মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য এম এ কুদ্দুস বিএ, শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান শিবালয় উপজেলা পরিষদ রুনা আকতার। এছাড়াও বক্তব্য রাখেন আরিচা বিআইডব্লিউটিসি ডিজিএম খালেদ নেওয়াজ, আরিচা বিআইডব্লিউটি এ বন্দর ও নৌ কর্মকর্তা সাজ্জাদুর রহমান প্রমুখ।
সভা শেষে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার আনুষ্ঠানিক ভাবে দরিদ্র বেকারদের মাঝে ৩টি রিক্সা, ৪টি গরু, নদী ভাংগন কবলিত অসহায় ১০টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ৬টি পরিবারকে ২ হাজার টাকা এবং এদের পরিবারের ছাত্র ছাত্রীদের ৬ জন কে ২হাজার করে নগদ অর্থ সাহায্য প্রদান করেছেন।