সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন

শিবালয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনায় এমপি দুর্জয়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জ  স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে শিবালয় উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  রেজাউর রহমান খান জানু , ভাইচ চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, শিবালয় উপজেলা  সহকারী কমিশনার ভুমি  মো: আনিছুর রহমান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: দবিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা তায়েবুর রহমান টিপু, আবুল বাশার , ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া, গ্রাম পর্যায়ে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান মো: আব্বাস আলী প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামকে শহরে রুপান্তর করার বৃহৎ পরিকল্পনা নেয়া হয়েছে। প্রতিটি রাস্তা-ঘাট উন্নয়নের ফলে যাতায়াত, ব্যবসা-বানিজ্যের ব্যাপক প্রসার লাভ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, বিনামূল্যে বই বিতরনসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এধারা অব্যাত রাখতে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসা দরকার। তিনি আরো  বলেন, বিএনপি নেতারা এ সরকারের উন্নয়ন দেখে না। তারা এ দেশকে পাকিস্থান বানাতে চায়। আর পাকিস্থনীরা বাংলাদেশে আসতে চায়। তারা সুউজারল্যান্ড যেতে চায় না। উন্নয়নের ধারা অব্যাপত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানাতে হবে।

জানা গেছে, উপজেলার পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে গভীর-অগভীর ২৮টি নলকূপ স্থাপন ও সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান স্থলে নির্মিত মেলাপর স্টলে বিভিন্ন তথ্য-উপাত্ত্ব সন্নিবেশ কতরা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: