সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

আমেরিকায় না গেলে কারও ক্ষতি হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশের জনগণের আমেরিকায় যাবার কোনো প্রয়োজন নেই, আমেরিকায় না গেলে কারও কোনো ক্ষতি হবে না।’

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে ।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমেরিকা যাওয়া লাগবে কেন? আমাদের কোনো দরকার নেই। আমাদের সাবেক চিফ জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমি কখনো আমেরিকান ভিসা নেইনি, আমার কখনো প্রয়োজনও নেই। আর আমি বলব, দেশ কি আমেরিকার কথায় চলবে নাকি আমাদের জনগণের কথায় চলবে।’

কোনো দেশের ভিসা নীতি কী হবে তা বিবেচ্য বিষয় নয় মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উপর কোনো দেশ নিষেধাজ্ঞা দিলে, বাংলাদেশও সে দেশের উপর নিষেধাজ্ঞা দেবে।’

শহীদ ময়েজ উদ্দিনের দেশ প্রেম ও একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে আমেরিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সপ্তম নৌবহর দিয়ে তাঁরা মুক্তিযুদ্ধকে ব্যর্থ করতে চেয়েছিল। আজও স্বাধীনতা বিরোধীদের সাথে তাঁরা সক্রিয়।’

স্মরণসভায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘ভিসা নীতি সাংবাদিকদের উপর প্রয়োগ করা হবে- এমন ঘোষণার ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে চাওয়া হবে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: