সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ন

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।

উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তির পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, থানা তদন্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কুমিল্লা জেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক নান্টু দেবনাথ, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ একে এম শামছুদ্দিন, চৌদ্দগ্রাম মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম, পুজা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি রুপম সেনগুপ্ত, চন্দন কুমার সেন, সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার ও বলরাম কর্মকার সহ আরো অনেকে। সভায় শারদীয় দূর্গাপুজায় যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: