এসময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসবে আমরা আবারো যোগ দিতে পারব। আমারা জননেত্রী শেখ হাসিনার মত সর্বদা আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের সেবা করেই বাকি জীবন কাটাতে চাই।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলীনূর বেপারি, উপজেলা যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর যুবলীগ নেতা সিংগার কাউছারসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।