শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন

সাটুরিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী

সাটুরিয়া উপজেলায় স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শিবলু ভূইয়াকে (৩৬) গ্রেফতার করেছে সাটুরিয়া থানা  পুলিশ।

আজ (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।আটক শিবলু ভুইয়ার বাড়ি উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামে। তিনি এই গ্রামের আব্দুর রহিমের ছেলে। শিবলু ভূঁইয়া পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা যায়, গত  (২৫ অক্টোবর) বুধবার দিবাগত রাতে শিবলু ভূঁইয়া তার স্ত্রী উজালা আক্তারের সঙ্গে পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শিবলু ভূঁইয়া লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে বাড়িতেই মারা যায় তার স্ত্রী।

ওসি সুকুমার বিশ্বাস জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী শিবলু ভূঁইয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: