মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

গুলিস্তানে হরতালবিরোধী মিছিল

বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিলটি বের হয়ে জিপিও জিরো পয়েন্ট ঘুরে আবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি করা হয়।

এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়, আব্দুল আলিম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, মো. নাসির, ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: