শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন

সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় ডিআরইউ’র নিন্দা

রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন ৩০ জনের বেশি সাংবাদিক।

শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি ক্যামেরা ভাঙচুর, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরইউ।

শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান এ প্রতিবাদ জানান।

সাংবাদিক নেতারা বলেন, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা স্বাধীন-মুক্ত সাংবাদিকতা সুস্পষ্টভাবে পরিপন্থি। সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং সাংবাদিকরা যাতে স্বাধীন ও নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছেন ডিআরইউর সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: