শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে চৌদ্দগ্রাম থানার উদ্যোগে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার এলাকায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ঠা নভেম্বর) বিকালে আয়োজিত র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব এমপি। কমিউনিটি পুলিশিং এর চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি.এম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ শাহা তন্ময়, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামানসহ থানার সকল পুলিশের সকল কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।