সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন

চৌদ্দগ্রামে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠান বার্ষিকী পালন

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার (১১ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারের হায়দার সুপার মার্কেটে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মিরু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহম্মদ খোকন। যুবলীগ নেতা কাজী কালামের সঞ্চায়লনা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছায় লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য আবু তাহের, উপজেলা আ’লীগের সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান মাছুম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষিলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দ্দার, কুমিল্লা দঃ জেলার আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ শামীম প্রমুখ।

আলোচনা শেষে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন পরে একটি বনার্ঢ্য র‌্যালী চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: