বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

ডিআরইউতে ভোট চলছে

নিউজ ডেস্ক :: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ডিআরইউ প্রাঙ্গণে সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ২১টি পদে ৪১ প্রার্থী রয়েছেন। ভোটার ১৬৯৩ জন।

নির্বাচনে সভাপতি পদে তিন প্রার্থী হলেন- সময়ের আলো পত্রিকার শাহনেওয়াজ দুলাল, জার্মান বার্তা সংস্থার নজরুল ইসলাম মিঠু ও বাসসের মুরসালীন নোমানি। সাধারণ সম্পাদক পদেও তিন প্রার্থী হলেন- সমকালের মসিউর রহমান খান, চ্যানেল আইর মোরসালীন বাবলা ও খোলা কাগজের তোফাজ্জেল হোসেন।

নির্বাচনে ২১টি পদের মধ্যে তিনটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: