শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

বুবলীর নতুন ছবি ‘তালাশ’ বিপরীতে থাকছেন দুই তরুণ

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা বুবলী নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘তালাশ’। নির্মাণ করবেন সৈকত নাসির। এর আগে এই নির্মাতার ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেছেন এ নায়িকা।

‘তালাশ’ এ চু্ক্তিবদ্ধ হওয়া নিয়ে বুবলী সমকালকে বলেন, ‘বেশ কদিন ছবিটি নিয়ে ভার্সোয়াল মিটিং করার পর অবশেষ গত পরশু ছবিতে চুক্তিবদ্ধ হই। সৈকত নাসির ভাই একজন পরিক্ষিত নির্মাতা। আশা করি তালাশ দারুণ একটি ছবি হবে।’

রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ‘তালাশ’। যাতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর ও র‌্যাম্প মডেল আসিফ আহসান খান ।

বুবলী বলেন, ‘আমি আগেও বলেছি নতুনদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই আমার। পরিচালক নিশ্চিত করেছেন আদর ও আসিফ দারুণ অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাদের নেয়া। গল্পা শোনার পর আমারও তাই মনে হয়েছে।’

বুবলী জানান, সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশের।

এদিকে ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘তালাশ আমার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। বুবলীকে ধন্যবাদ তিনি নতুন দুইজন নায়কের বিপরীতে কাজ করছেন। বরাবরই বলি আমি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে তখন সেরা অভিনেতা। আদর ও আসিফ আমার চোখে এখন স্টার। ওদের নিয়ে চ্যালেঞ্জে নামছি। আামর বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।’

সৈকত নাসির বলেন, ‘আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সাথে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে, র‌্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: