বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

ভারত থেকে এলো ৬ ট্রাক কাঁচা মরিচ

সাতক্ষীরা প্রতিনিধি :: দেশে কাঁচা মরিচের দাম বাড়ার কারণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে ৬ ট্রাক কাঁচা মরিচ। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ওই স্থলবন্দর দিয়ে প্রবেশ করে।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, অতিবৃষ্টির কারণে দেশের কাঁচা মরিচের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে গাছ মরে গেছে। এ কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। আজ থেকে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে।

তিনি বলেন, প্রথম দিনে ৬ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। দুপুর ২টার দিকে কাঁচা মরিচের ট্রাকগুলো দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৬ থেকে ৭ টন কাঁচা মরিচ রয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন জানান, মঙ্গলবার (১০ আগস্ট) ৬ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। বেলা শেষে জানা যাবে। কত ট্রাক কাঁচা মরিচ আমদানি করা হলো।

জিএম


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: