বুধবার, ২৫ মে ২০২২, ০১:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন দ্রুত শুনানি করতে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি এ রুল জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ পরীমণিকে আটক করে র্যাব। পরের দিন তাকে আটকের কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা করে বাহিনীটি। এই মামলায় তিন দফা রিমান্ড শেষে পরীমণিকে গাজীপুরে কাশিপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় পরীমণিকে।