শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

মাদককাণ্ডে বলিউড অভিনেত্রী অনন্যাকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক :: মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারের পর বেশ কয়েকজন সেলিব্রেটির নাম উঠে আসছে। অন্যান্যদের মতো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজর এখন বলিউড অভিনেত্রী অনন্য পান্ডের দিকে। আজ এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাকে তৃতীয়বারের মতো তলব করেছে এনসিবি।

এর আগে শনিবার দীর্ঘ চার ঘণ্টা জেরার সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন অনন্যা পাণ্ডে। তার দাবি ছিল, গাঁজা যে এক ধরনের মাদক সেটি তিনি জানতেনই না। কোনো দিনই মাদক সেবন করেননি। তবে তার উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি। এ কারণেই আজ তাকে ফের তলব করেছে এনসিবি। এ কারণে নায়িকার সব শুটিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এনসিবি।

এনসিবির বরাত দিয়ে বলিউড হাঙ্গামার খবর, আরিয়ান খানকে কে নিয়মিত মাদক সরবরাহ করতেন, তার হদিস জানেন চাঙ্কি পাণ্ডের মেয়ে। বৃহস্পতিবার প্রথম দফা জিজ্ঞাসাবাদের সময় অনন্য জানান, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখপুত্রকে মাদক সরবরাহ করতেন।

তার দাবি— ইতোমধ্যে সেই ব্যক্তি দু-একবার আরিয়ানকে মাদক সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।

২২ বছর বয়সি অনন্যা আরিয়ান খানের বোন সুহানার বান্ধবী। দুবছর আগে হোয়াটসঅ্যাপে আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে প্রথমে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেই জিজ্ঞাসাবাদে অনন্যার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও তলব করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি। তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনন্যার বাড়িতেও তল্লাশি চালিয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: