মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

বঙ্গবন্ধু শিশু একাডেমি, বাংলার মুখ জেলা ও মহানগরের আলোচনাসভা

দিলীপ কুমার ময়মনসিংহ প্রতিনিধি :: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমী ও বাংলার মুখ ময়মনসিংহ জেলা ও মহানগরের আয়োজনে রবিবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর।

সংগঠনের সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকারের আমন্ত্রনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ, বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি লে. কর্নেল (অব) শাহাব উদ্দিন, শম্ভুগঙ্জ জি কে পি ডিগ্রি কলেজ গভনিং বডির সভাপতি ড সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু।

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি অধ্যাপক বিলকিস খানম পাপড়ি এর সঞ্চালনায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের যুগ্ন আহবায়ক কবি ফরিদ আহমেদ দুলাল।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: