রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

জীবন ও অলংকার কে নিয়ে ইয়াসির আরাফাতের নাটক : “লাইক অ্যাডিকশন”

বিনোদন ডেস্ক :: সময়ের আলোচিত তরুণ, মেধাবী ও সম্ভবনাময়ী নাট্য নির্মাতা ইয়াসির আরাফাত এবার নির্মাণ করলেন নাটক “লাইক অ্যাডিকশন”। নাটকটি সমসাময়িক প্রেক্ষাপট ও বাস্তভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে জীবন রয় ও অলংকার চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, সুইট হাসান ,নাসরিন সুলতানা, রাজ আরিয়ান, মেহেদী হাসান রিফাত, আব্দুল মালেক, মাফুজুর রশিদ, জিতু সহ আরো অনেকে। নাটক টি প্রযোজনা করেছেন “সরকার মিডিয়ার” কর্ণধার সরকার সুমন। নাটক টি নির্মাণ করেছে ” ক্রিয়েশন বক্স লি.” প্রডাকশন হাউজ।

নাটক টি ঢাকার উত্তরার শুটিং হাউজে শুটিং হয়েছে। নাটক টি তে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে সোহেল খান। অভিনেতা অভিনেত্রীর সাথে কথা বলে জানা গেছে নাটকটি গল্প খুব দুর্দান্ত, তারা আশা করছে নাটকটি দর্শকরা খুব পছন্দ করবেন এবং সুন্দর কিছু বার্তা পাবেন। নাটক টি খুব শীঘ্রই “সরকার ইন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে পরিচালক জানিয়েছেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: