রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

পরিষদের মুজিব বর্ষে গৃহহীনদের গৃহের চাবি হস্তান্তর

জেলা প্রতিনিধি :: বুধবার জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ভুমিহীন, গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাজ্ঞলি প্রদান করা হয়।

গাজীপুর জেলা পরিষদ কর্র্র্তৃক আয়োজিত পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে চিত্রাংকন,রচনা বঙ্গবন্ধুর আত্মজীবনী মুলক বই পাঠের উপর কুইজ,বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ’’গ্রাফিক্রা ডিজাইন সহ ৫টি বিষয়ে ৯টি ক্যাটাগরির প্রতিযোগিতা ২৭ জন বিজয়ীকে পুরস্কৃত ও বিভিন্ন উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক ১০জন ভুমিহীন গৃহহীনদের মাঝে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়।

প্রতিযেগিতায় বিজয়ীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আত্মজীবনী মুলক বই ক্রেস্ট সনদপত্র সহ ১ম বিজয়ী ৪ হাজার ২য় বিজয়ী ৩হাজার ও ৩য় বিজয়ীকে ২ হাজার টাকা নগদ অর্থ সহ জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান মুজিববর্য়ে জেলা পরিষদের নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাজ্ঞলি পদান করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান বক্তব্য রাখেন। ইজ্ঞিঃ মোঃ সোহেল রানার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম,দিলরুবা ফাইজিয়া। অন্যান্যর মধ্যে জেলা পরিষদের সদস্য রাশিদা খন্দকার,আনোয়ার হোসেন সরকার, মোঃ ওয়াজউদ্দিন মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন প্রমুখ ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: