মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

আরএসপিএল গ্রুপের চাকরির খবর এখন জাগো জবসে

দেবে দেশের জনপ্রিয় জবস পোর্টাল ও এইচআর সলিউশন জাগোজবস ডটকম। এ উপলক্ষে গত ৩০ জানুয়ারি সকালে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে জাগো জবসের পক্ষে সহকারী ব্যবস্থাপক আরিফুর রহমান এবং আরএসপিএল গ্রুপের পক্ষে মো. আব্দুল কাইয়ুম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন আরএসপিএল গ্রুপের কান্ট্রি হেড মো. রাকিবুল মতিন, এইচআর স্পেশালিস্ট ঈশিতা দাস ও জাগোজবসের এক্সিকিউটিভ আজমুল হুদা।

আরএসপিএল গ্রুপের কান্ট্রি হেড মো. রাকিবুল মতিন বলেন, ‘গত ৫ বছর ধরে আরএসপিএল গ্রুপ বাংলাদেশে সফলতার সঙ্গে ঘড়ি ও ইউনিওয়াশ ডিটারজেন্ট বাজারজাত করে আসছে। এর পেছনে পুরো কৃতিত্ব হচ্ছে সফল ও সঠিক মানবসম্পদ বিভাগের। আমরা সবসময় মেধা এবং শ্রমকে সঠিক মূল্যায়নে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘এখন আর আগের মতো হার্ড কপি সিভি কিংবা অফিসে গিয়ে চাকরির আবেদন করতে হয় না। কারণ এখন সব চাকরি অনলাইনেই পাওয়া যায় এবং অনলাইনেই আবেদন করা যায়। জাগো জবস বাংলাদেশের একটি জনপ্রিয় চাকরি খোঁজার মাধ্যম। আমরা জাগো জবসের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত।’

আরএসপিএল গ্রুপের এইচআর ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘স্মার্ট জেনারেশনের স্মার্ট ক্যারিয়ার সলিউশন জাগো জবস। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুনকে স্বাগত জানাতে আরএসপিএল সব সময় এগিয়ে। তাই জাগো জবসের মতো জনপ্রিয় জবস পোর্টালকে পাশে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের গ্রুপের সব ধরণের চাকরির খবর পেতে চোখ রাখুন জাগো জবসের পোর্টালে।’

জাগো জবসের সহকারী ব্যবস্থাপক আরিফুর রহমান বলেন, ‘আরএসপিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে জাগো জবস অত্যন্ত গর্বিত। সব ধরনের চাকরির খবর প্রার্থীদের কাছে সবার আগে পৌঁছে দেওয়াই জাগো জবসের লক্ষ্য। এ চুক্তির মাধ্যমে আরএসপিএল গ্রুপের সব ধরনের চাকরির বিজ্ঞাপন ও সিভি ব্যাংক সুবিধা দেওয়া হবে। তাই সবার আগে আরএসপিএল গ্রুপের সব চাকরি জাগো জবসে পাওয়া যাবে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: