মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম

শহীদ এম মনসুর আলীর জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :: মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকী আজ। ১৯১৭ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে সল্ফ্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

মনসুর আলী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশ্বস্ত এই সহযোগীকে যোগাযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং দলের সাধারণ সম্পাদক করেছিলেন।

পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার পর একই বছর ৩ নভেম্বর জেলখানায় এম মনসুর আলীসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম শহীদ এম মনসুর আলীর ছেলে।
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: