শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারিতে শান্তিপূর্ণ ভোট প্রদান

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। পৌরসভার ৯ কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবারের মতো ইভিএম পদ্ধধতিতে ভোটগ্রহণ চলছে বাংলাদেশের আলোচিত এই পৌরসভা নির্বাচনে।

ভোটগ্রহণের শুরুতেই সকালে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।

নানা কারণে আলোচনায় আসে নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার সত্যবচন নিয়ে দলও বিব্রত হয়। এই পৌরসভা নির্বাচন বিভিন্ন গণমাধ্যমেও সরব হয়ে ওঠে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে নারী ভোটার ১০ হাজার ৪৯৪ জন, পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন।

বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশাররফ হোসেনসহ তিনজন, কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজনসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য। বিজিবির ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম দুইটি, নির্বাহী ম্যাজিস্ট্যাট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: