বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

রাজউকের নতুন চেয়ারম্যান সাঈদ হাসান

নিউজ ডেস্ক :: পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।

ড. সাঈদ হাসান শিকদার পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘শিল্প ও শক্তি’ বিভাগের প্রধান হিসাবে কর্মরত। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদস্য উন্নয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মো. শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

জানা যায়, রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যান। এরপর ৮ ফেব্রুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (প্রশাসন-৬) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. শফিউল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এআই/ এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: