শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

দেশে টিকার নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন

নিউজ ডেস্ক :: দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন পুরুষ এবং ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন নারী।

সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ২৭ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ৬ লাখ ১০ হাজার ৫৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৬৪ হাজার ৩৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ ২৪ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ২৩ হাজার ২৮৭ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৫৭ হাজার ৫৩২ জন, খুলনা বিভাগে ৫ লাখ ৮ হাজার ৩৪২ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৭৭ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: