শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

শিবালয়ে মাস্ক ছাড়া চলাচল করায় মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে শিবালয় উপজেলার কার্যক্রম অব্যাহত হওয়ায়।

শিবালয় উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার সাথে মাস্কও বিতরণ করতে দেখা গেছে । ১৪ মার্চ ২০২১ ইং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন। এসময় শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

শিবালয় উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন আকাশ চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকারে জানান, “বর্তমানে করোনা ভাইরাসের সংক্রামক বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যু হারও বেড়েছে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে আর আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসুন সবাই মাস্ক পরিধান করি। নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি।”


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: