বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
ভিসা নীতিতে বিদেশগামী উচ্চশিক্ষার্থীদের মাঝে কোন প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা সুন্দরগঞ্জে জাতীয় পাটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় না গেলে কারও ক্ষতি হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই – প্রতিমন্ত্রী ভারত যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ভিসা পেলো পাকিস্তান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান সিলেটে স্ট্যাপ, কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট ২২ দিন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান এর সভাপতিত্বে, দোয়া পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়ার দীর্ঘ কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিম, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুন অর রশিদ মামুন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আল মামুন আলম, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর সাধারণ সম্পাদক তারিক আদনান, ছাত্রদল সভাপতি মো. কায়েস প্রমুখ।

আলোচনা সভা শেষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: