বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : আজ ১৬ জুন ২০২০ দুপুর ২.৩০ মিনিট হতে রাত ০৯.৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাকারিয়া।
তিনি মাইজদি বাজার, দত্তেরহাট, সোনাপুর, উত্তর ওয়াপদা, ভাটিরটেক চৌমুহনী, গাজির খেওয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং দণ্ডবিধি এর ২৬৯ ধারা মোতাবেক ২০ টি মামলায় ১৭,৩৫০/- টাকা জরিমানা করা হয় এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আনা একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
মোবাইল কোর্টকে সহায়তা করেন ধর্মপুর ইউনিয়ন সচিব জনাব শহীদ সাহেব এবং জেলা আনসার ব্যাটালিয়ন।
নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাকারিয়া বলেন, লকডাউন চলাকালীন প্রয়োজন ছাড়া ঘর হতে বের হবেন না। যদি মোটর সাইকেল নিয়ে বের হন অবশ্যই গাড়ির কাগজপত্র নিয়ে বের হবেন।
তিনি বলেন, ঘরে থাকুন নিরাপদ থাকুন। নিজে বাঁচুন, পরিবার ও দেশকে বাঁচান।