বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ভিসা নীতিতে বিদেশগামী উচ্চশিক্ষার্থীদের মাঝে কোন প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা সুন্দরগঞ্জে জাতীয় পাটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় না গেলে কারও ক্ষতি হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই – প্রতিমন্ত্রী ভারত যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ভিসা পেলো পাকিস্তান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান সিলেটে স্ট্যাপ, কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট ২২ দিন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নোয়াখালীতে লকডাউন কার্যকর করতে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন সদর উপজেলা এসিল্যান্ড

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : আজ ১৬ জুন ২০২০ দুপুর ২.৩০ মিনিট হতে রাত ০৯.৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাকারিয়া।

তিনি মাইজদি বাজার, দত্তেরহাট, সোনাপুর, উত্তর ওয়াপদা, ভাটিরটেক চৌমুহনী, গাজির খেওয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং দণ্ডবিধি এর ২৬৯ ধারা মোতাবেক ২০ টি মামলায় ১৭,৩৫০/- টাকা জরিমানা করা হয় এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আনা একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

মোবাইল কোর্টকে সহায়তা করেন ধর্মপুর ইউনিয়ন সচিব জনাব শহীদ সাহেব এবং জেলা আনসার ব্যাটালিয়ন।

নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাকারিয়া বলেন, লকডাউন চলাকালীন প্রয়োজন ছাড়া ঘর হতে বের হবেন না। যদি মোটর সাইকেল নিয়ে বের হন অবশ্যই গাড়ির কাগজপত্র নিয়ে বের হবেন।

তিনি বলেন, ঘরে থাকুন নিরাপদ থাকুন। নিজে বাঁচুন, পরিবার ও দেশকে বাঁচান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: