মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

এবার পোশাক নিয়ে ট্রলের শিকার মিথিলা

নিউজ ডেস্ক :: কলকাতায় নিয়মিত কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। টালিউডে একাধিক সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। মঙ্গলবার একটি ফটোশুটের কয়েকটি ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা। ছবিগুলো শেয়ার হতেই পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন তিনি।

অধিকাংশ মন্তব্যেই মিথিলাকে আপত্তিকর মন্তব্য করেছেন নেটিজেনরা। ফারিহা ফারহিম নেহা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশে এত মানবতার দেয়াল থাকতেও তার জামাকাপড়ের এ অবস্থা কেন। মানবতার দেয়াল থেকে তাকে জামার ব্যবস্থা করে দেওয়া হোক’।

রায়হান মির্জা নামে এক অনুরাগী লিখেছেন, ‘মাহে রমজানে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমিন’। মোহাম্মদ শাকিল আহমদ লেখেন, ‘আল্লাহ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক’।

মাহতাব খান নামের আরেক অনুসারী মন্তব্য করেছেন, ‘এই ছবির মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে, তার জাকাতের টাকা ভীষণ প্রয়োজন। জাকাত পেলে হয়তো সে একটি কাপড় কিনতে পারবে।’

মিথিলার শেয়ার করা ছবির কমেন্ট বক্সে বেশ কিছু মন্তব্য রয়েছে, যা প্রকাশেরও অযোগ্য। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলা অভিনীত কলকাতার দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। চলতি বছরের ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা। চলতি মাসের শেষে অথবা মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত ‘মায়া’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটিই কলকাতায় মিথিলার প্রথম কাজ। এ ছাড়া পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: