শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

নাটকে মিমের ব্যস্ততা বাড়ছে

নিউজ ডেস্ক :: গত কয়েক বছর ধরেই টিভি নাটকে অনুপস্থিত ছিলেন এক সময়ের নাটকের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে সম্প্রতি নাটকে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। প্রশ্ন জাগছে, নাটকে কী আবারও নিয়মিত হচ্ছেন মিম?

যদিও তার হাতে একাধিক বিগ বাজেটের সিনেমার কাজ আছে। তবে নাটকে অভিনয় করার কারণে তাকে নিয়ে নাটক নির্মাণে আগ্রহী হয়ে উঠেছেন নির্মাতারা। এরইমধ্যে অনেক নাটকের প্রস্তাবও পেয়েছেন মিম। নাটকে নিয়মিত অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু কখনই বলিনি যে নাটকে আর অভিনয় করব না। তবে যেহেতু দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছিল নাটকের অভিনয়ে, তাই অনেকেই ভেবে রেখেছেন আমি আর হয়তো নাটকে ফিরব না।

কিন্তু আমার চিন্তা হলো, মানসম্মত গল্প এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় যদি মনমতো হয় তাহলে নাটকে অভিনয় করতে আমার কোনো অনাগ্রহ নেই। তবে ধারাবাহিক নাটকে অভিনয় করব না এখন। গত ঈদে দুটি নাটকে অভিনয় করেছিলাম।

দুটোর জন্যই অনেকের কাছে থেকে ভালো সাড়া পেয়েছি। আগামী কুরবানির ঈদেও কয়েকটি নাটকে অভিনয়ের ইচ্ছা আছে।’ এদিকে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। এ ছাড়া রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’ এবং ‘ইত্তেফাক’ নামের আরও দুটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: