শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক : নোয়াখালীতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম খান। এর আগে তিনি ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর মন্ত্রীর উপসচিব (মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
আজ ২৫ জুন’২০ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
চট্টগ্রাম এর কৃতি সন্তান খোরশেদ আলম খান পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পটিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। তিনি বিগত সময়ে কুমিল্লা সদর দক্ষিণ ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাসকে জনপ্রশাসন মন্ত্রণালয় অপর এক প্রজ্ঞাপনে কৃষি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলী করা হয়।