শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

অবশেষে জয়ার স্বস্তি

নিউজ ডেস্ক :: দীর্ঘদিন ধরে ‘বিউটি সার্কাস’ নামে একটি সিনেমা নিয়ে অপেক্ষা করছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটা সময় এসে এ সিনেমাটি কবে মুক্তি পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে তাকে হতাশা ব্যক্ত করতেও দেখা গেছে। কারণ, মুক্তির দীর্ঘসূত্রতা। অবশেষে সেই অপেক্ষা ফুরাচ্ছে তার। এরই মধ্যে সিনেমাটি মুক্তির চ‚ড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিউটি সার্কাস’।

সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। যদিও এটি সরকারি অনুদানের সিনেমা। তাও অনুদান পেয়েছে ২০১৪-১৫ অর্থবছরে। সহপ্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। অনুদান প্রাপ্তির দুবছর পর ২০১৭ সালের ৬ ফেব্র“য়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের সেট বানিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্র ধারণের কাজ করেন নির্মাতা। এরপর কাজ শেষ করতে প্রায় পাঁচ বছর সময় লাগে নির্মাতার। যদিও এ দীর্ঘসূত্রতা প্রসঙ্গে শুরুতে কখনোই মুখ খোলেননি নির্মাতা। তবে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করায় স্বস্তি মিলেছে জয়ার।

কারণ এ সিনেমাটির জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তি পাচ্ছে, এটাই আপাতত স্বস্তির। একটি ভালো যদি ঝুলে থাকে তাহলে কষ্ট হয়। কারণ এ প্রোডাকশনটির জন্য আমরা সবাই অনেক শ্রম দিয়েছি। সেটা পর্দায় দর্শকরা দেখতেও পাবেন।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: