শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ৮ ডাকাত গ্রেফতার

ফেনী প্রতিনিধি :: বরিশাল, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের দুধর্ষ ডাকাত নিয়ে সংগঠিত একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্র, গুলি, রামদা, কিরিচ সহ দরজা জানালা ভাঙ্গার সরঞ্জামাদি নিয়ে সোনাগাজী থানা এলাকায় এসেছিল ডাকাতি করার উদ্দেশ্যে।
সোনাগাজী মডেল থানা পুলিশ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আন্তঃজেলা ডাকাত দলের ০৮ জন সদস্যদের ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকবাংলা এলাকা থেকে গ্রেফতার করে। স্থানীয় কয়েকজন ডাকাত অভিযানকালে পালিয়ে যায় বলে গ্রেফতারকৃতরা তথ্য প্রকাশ করে। ধৃত ডাকাতদের নামে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ঘটনার বিষয়ে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার ফেনী জাকির হাসানের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় উক্ত অভিযানে অংশ নেন সহকারী পুলিশ সুপার, সোনাগাজী সার্কেল  মাশকুর রহমান পিপিএম, অফিসার ইনচার্জ  সোনাগাজী মডেল থানা মুঃ খালেদ হোসেন সহ থানার এসআই, এএসআই ও সঙ্গীয় ফোর্স গণ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: