বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ভিসা নীতিতে বিদেশগামী উচ্চশিক্ষার্থীদের মাঝে কোন প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা সুন্দরগঞ্জে জাতীয় পাটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় না গেলে কারও ক্ষতি হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই – প্রতিমন্ত্রী ভারত যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ভিসা পেলো পাকিস্তান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান সিলেটে স্ট্যাপ, কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট ২২ দিন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

শেখ হাসিনার দিক-নির্দেশনা বাস্তবায়নই ১৪ দলের মূল লক্ষ্য: আমু

নিউজ ডেস্ক : ১৪ দলের নবনির্বাচিত সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, করোনা সংকট মোকাবিলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা বাস্তবায়ন করাই এই মুহূর্তে ১৪ দলের সবচেয়ে বড় কাজ। আওয়ামী লীগ সভাপতি যে দিক-নির্দেশনা দেবেন তা বাস্তবায়ন করাই এখন ১৪ দলের মূল লক্ষ্য।

গতকাল বুধবার রাজধানীর ইস্কাটন রোডের নিজ বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি একথা বলেন।

আমির হোসেন আমু আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জনগণকে সজাগ-সচেতন করে বোঝানো গেলে এবং আজ লকডাউন যে পর্যায়ে আছে তা সফলভাবে সম্পন্ন করা হলে করোনা বিস্তার রোধ সম্ভব হবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নে ১৪ দলের সব নেতাকর্মীকে কাজ করতে হবে।

১৪ দলের দায়িত্ব পাওয়ায় দলের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই জোট সৃষ্টির সময় থেকেই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। কঠিন দিনগুলোতেও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। নতুন করে আবার পুরনো দিনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমু বলেন, শেখ হাসিনার হাত ধরেই ১৫ দল সৃষ্টি হয়েছিল। এখন যে ১৪ দল আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার প্রধান।

১৪ দলের সব নেতাকর্মীকে নিয়ে শেখ হাসিনার নির্দেশে কর্মসূচি পালন করার অঙ্গিকার করে তিনি বলেন, অতীতে যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কর্মসূচি ও আন্দোলন সংগ্রামের ডাক বাস্তবায়নে কাজ করেছি। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। ১৪ দলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সব সিদ্ধান্ত নেওয়া হবে।

সদ্যপ্রয়াত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে আমু বলেন, দীর্ঘদিন ধরে ১৪ দলের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জোটের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার চেষ্টা করবেন তিনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: