শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

শিবালয় উপজেলা প্রশসনের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০ টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আম, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নিমের ১০০টি চারা বিতরণ করা হয় ।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন যায়গায় আম গাছের চারাও রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে বিভিন্ন জাতের বৃক্ষচারা রোপন করা হবে। এ সময় সকলকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: