শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

ঈদ যাত্রায় মোটর সাইকেল নিয়ে পদ্মায় চলবে দুটি ফেরি

রাজীব হোসেন বাবু :: প্রায় ১০ মাস পর পদ্মা নদীর মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝির কান্দি নৌ রুটে চলবে দুটি ফেরি। সোমবার বেলা তিনটার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কে টাইপ ফেরি কলমি লতা পরীক্ষামূলক ছাড়ার পর বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মোহাম্মদ হানিফ জানান,ঈদ যাত্রার প্রথম দিন ১৮ এপ্রিল মঙ্গলবার ভোর ছয়টা থেকে মোটর সাইকেল নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছেড়ে যাবে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে। কলমি লতার সাথে থাকবে,ফেরি কুঞ্জ লতাও। প্রতি কিন ঘন্টা অন্তর অন্তর ছাড়বে ফেরি।

মোটর সাইকেল পারাপারের চাহিদা বাড়লে,বাড়বে ফেরির সংখ্যাও। তিনি জানান,প্রতিটি মোটর সাইকেল পার হতে ভাড়া নির্ধারণ করা হযেছে ১৫০ টাকা। গেলো বছর ২৫ জুন পদ্মা সেতু চালু হবার পর গাড়ির অভাবে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হযে যায়। আর পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষেধ থাকায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: