শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে র্যাবের অভিযানে মো. জুয়েল খান (৩০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীনগর কলেজ গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৪২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক কারবারি জুয়েল উপজেলার বাসাইভোগ গ্রামের আব্দুল কাইয়ুম খানের ছেলে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর কলেজ গেট সংলগ্ন সালাউদ্দিন শাওনের বিল্ডিংয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ৪২ ক্যান বিয়ার ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাদক কারবারি জুয়েলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।