শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

শুটিং সেটে কাদা ছোড়াছুড়ি উৎসবে মাতলেন ফেরদৌস-পূর্ণিমা (ভিডিও)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আবারও শুরু হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ ছবির শুটিং।

আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই শুটিং সেটের একটি ঘটনা। ঘটনাটি সিনেমার কোনো দৃশ্য নয় বলে জানিয়েছেন ছবিটির মেকআপম্যান মোহাম্মদ খলিল।

মোহাম্মদ খলিলের ফেসবুক আইডি থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, কাদামাখা শরীর নিয়ে চিত্রনায়ক ফেরদৌস সহকারী পরিচালক আবুল কামাল আজাদকে জড়িয়ে ধরেছেন। তাকে কাদা মাখিয়ে দিচ্ছেন। এমন সময় চিত্রনায়িকা পূর্ণিমেও বসে থাকেননি। তিনিও সহকারী পরিচালকের শরীর কাদা মাখিয়ে দিতে এগিয়ে আসেন।

কাদা মাখামাখিতে ফেরদৌস, পূর্ণিমাকে যোগ দিতে দেখে এগিয়ে আসেন অভিনেতা আনিসুর রহমান মিলনও। এক পর্যায়ে মেকআপম্যান মোহাম্মদ খলিলকে জড়িয়ে ধরেন ফেরদৌস। তার শরীরেও কাদা মাখিয়ে দেন। ফেরদৌসকে সহযোগিতা করতে যোগ দেন পূর্ণিমাও। এভাবেই ছবির সব কলাকুশলীদের মধ্যে চলে কাদা মাখামাখি।

এমন ভিডিও ভাইরালের পর চিত্র তারকা ফেরদৌস বলেন, ‘শীতের মধ্যে কাদা মেখে শুট করাটা বেশ কষ্টকর। আমি, পূর্ণিমা আর মিলন কাদা মেখে শুটিং করেছিলাম। আমরা শীতে কাঁপছিলাম আর অনেকে তা দেখে মজা নিচ্ছিল। তাই ভাবলাম, তারাও আমাদের কষ্ট টের পাক। শট শেষ করে, সবার গায়ে কাদা মেখে দিই।’

ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানিয়েছেন, কোম্পানীগঞ্জে শুটিং চলবে আগামী সাত দিন। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। আরও রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

১ ফেব্রুয়ারি থেকে গাঙচিল ছবির শেষ লটের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, এবারের লটের শুটিংয়ে ছবির প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই অংশ নেবেন। কোম্পানীগঞ্জে শুটিং শেষে ঢাকায় অল্প কিছু কাজের পর ক্যামেরা ক্লোজ হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: