শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

নোয়াখালীতে করোনায় আরও দু’জনের মৃত্যু, শনাক্ত ৮৫

নিউজ ডেস্ক : নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত নোয়াখালী জেলায় ৬৯ জনের মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক’সহ জেলায় আরও ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য জানান।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসাইন জানান, উপজেলার পরকোর্ট ইউনিয়নের ৩নং ওয়ার্ড দশগরিয়া এলাকার বাসিন্দা আবুল বাসার (৭০) অসুস্থ অবস্থায় ৫ আগস্ট পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। ৬ আগস্ট আসা রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। রোববার রাতে নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চাটখিলে করোনায় ৬ জনের মৃত্যু হলো।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. বিবেক দেব জানান, করোনা উপসর্গ নিয়ে গত ৩ আগস্ট নমুনা দেন ইউনিয়নের কালুয়াই গ্রামের বাসিন্দা মৌলভী হাসমত উল্যাহ (৯০)। ৪ আগস্ট করোনা পজিটিভ আসার পর হোম আইসোলেশন থেকে তাকে নোয়াখালী কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল শহীদ ভুলু স্টেডিয়ামে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি। এর কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকায় নেওয়া হলে মারা যান ওই ব্যক্তির ছেলে আনোয়ার হোসেন। মৃতের পরিবারের আরও তিনজন করোনায় আক্রান্ত রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৫ জন। এর মধ্যে সদরে ২৫, সুবর্ণচরে ৬, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ৪, চাটখিলে ২, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাটে ১২ জন। জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫১৮, মারা গেছেন ৬৯ ও আইসোলেশনে রয়েছেন ৯৮৯ জন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: