শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

অনলাইনে মনোনয়ন নিবন্ধন ও দাখিলে সাড়া নেই প্রার্থীদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিবন্ধন ও মনোনয়নপত্র দাখিল সহজ এবং ঝামেলামুক্ত করতে অনলাইন মাধ্যমের ব্যবস্থা করে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় চালু করা হয় অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম বা ওএনএসএস। তবে অনলাইনে মনোনয়ন নিবন্ধন ও দাখিলে এখন পর্যন্ত সাড়া নেই প্রার্থীদের।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মাত্র ১১০ জন প্রার্থী অনলাইনে নিবন্ধন করলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র দুজন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত ১১০ জন অনলাইনে নিবন্ধন করেছেন। আর মনোনয়নপত্র দাখিল করেছেন মাত্র দুজন প্রার্থী। তবে শেষ দিনে চাপ পড়তে পারে মনে করছেন তিনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: