শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

সুবর্ণচর বিএডিসি’তে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ আবদুল আজিজ, উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : বিএডিসি অধিদপ্তর কর্তৃক “উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও করনীয়” শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকা থেকে দিনব্যাপী নোয়াখালী সুবর্ণচরে ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি’র) প্রশিক্ষণ কক্ষে এ কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফেনী বীজ বিপণন বিএডিসি ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক ড.মোহাম্মদ আসিফ ইকবালের সঞ্চালনায় বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসি গ্রেড-১ এর চেয়ারম্যান আব্দুল্যাহ সাজ্জাদ এনডিসি।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুবর্ণচর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুর আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) গোলাম সামদানী।

প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন সরকার, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

এ সময় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ইমাম, এনজিও কর্মী, স্কুল কলেজের শিক্ষক, কৃষক কৃষাণীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: