সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

আগামীতে পেঁয়াজ আমদানি করতে হবে না: প্রধানমন্ত্রী

আগামীতে পেঁয়াজ আমদানি করতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানি সফরের বিষয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে। সেটা আমরাই শুরু করেছি। পেঁয়াজের বীজ উৎপাদন আমরা শুরু করেছি। আগামীতে আমদানি করতে হবে না।

সরকারপ্রধান আরও বলেন, আপনারা যখন নিউজ করেন তখন তারাই লুকিয়ে রাখা পেঁয়াজ বের করে। বাজারে তার একটা প্রভাব আছে। এগুলো বাস্তব কথা, আমি খোলামেলা কথা বলছি, লুকানোর কিছু নেই।

শেখ হাসিনা বলেন, এর আগে পেঁয়াজের খুব অভাব। দেখা গেলে বস্তার পর বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলোর কী করা উচিত, আপনারাই বলুন কী করা উচিত? তাদের গণধোলাই দেওয়া দরকার। কারণ আমরা সরকার কিছু করলে বলবে, সরকার করেছে। পাবলিক যদি প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো, কেউ কিছু বলবে না। জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে, আর দাম বাড়াবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: