সোমবার, ২০ মে ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ রউফ সরকার শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী পালন বাবুর শপথ – মোবারক হোসেন দেলোয়ার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-৫, আহত-১৫ বিদেশি ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধে ছুড়িআঘাতে যুবক নিহত, গ্রেফতার-২ নোয়াখালী সুবর্ণচরে গাভীর সিজারিয়ান অপারেশন নোয়াখালী সদরে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা বাঘা উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র দাখিল

সদর উপজেলায় ইজাদুর, কালীগঞ্জে আমজাদ, কাপাসিয়ায় আমানত

মানিক সরকার, জেলা প্রতিনিধি, গাজীপুর : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান চৌধুরী (ঘোড়া প্রতীক)। কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমজাদ হোসেন (মোটরসাইকেল প্রতীক) ও কাপাসিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খান (মোটরসাইকেল প্রতীক)।

নির্বাচনে রিটার্নিং অফিসা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৪৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঘোড়া প্রতীক নিয়ে ইজাদুর রহমান চৌধুরী ১৯ হাজার ৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট রীনা পারভীন পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে বেলায়েত হোসেনের প্রাপ্ত ভোট ১৫ হাজার ১২০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে রাসেল মিয়া পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে হাসিনা সরকারের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৫১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলসী প্রতীক নিয়ে মৌসুমী আক্তার বৃষ্টি পেয়েছেন ১৬ হাজার ৭১ ভোট।

এছাড়া কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম। মোট ১১৯ টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফল অনুযায়ী আমান হোসেন খান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী টিয়া পাখি প্রতীকে প্রাপ্ত ভোট ৪৭ হাজার ৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমান উল্লাহ শেখ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৬৫ হাজার ০২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা সরকার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৭০০ ভোট।

এদিকে, কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ৯০ টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমজাদ হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফী মেহেদী হাসান পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক টিয়া পাখি প্রতীকে ভোট পেয়েছেন ৩১ হাজার ৫৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা তালা প্রতীকে ভোট পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শর্মিলী দাস পেয়েছেন ৩০ হাজার ৫২০ ভোট।

জেলার তিনটি উপজেলায় মোট ভোট কেন্দ্র ২৫৮টি। এতে মোট ভোটার ৬ লাখ ৯৬ হাজার ৬৮০জন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: