বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে দ্বিতীয়বার কারামুক্তি দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন মহানুভবতা।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন মহানুভবতার পরিচয় দিয়েছেন। অপরদিকে ধন্যবাদের সংস্কৃতি লালন করে না বলে বিএনপি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ব্যর্থ হয়েছে।’
তথ্যমন্ত্রী শনিবার দুপুরে ঢাকায় তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের বিভিন্ন সংগঠনের জোট ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) ’ এর নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।