শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান’র সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযুদ্ধা, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুধী সমাজ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর’র সভাপতিত্বে উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরঞ্জুমান পারভীন রুনু, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম মান্নান মুন্না প্রমূখ।