মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ও আলোচনা সভা

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১১টায় বীর বিক্রম শহীদ মোজাফ্ফর আহমেদ মিলনায়তনের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অংগ্যাজাই মারমা।

ইউনেস্কো ঘোষিত এ বছরের স্বাক্ষরতা দিবসের বিষয়। “কোভিড -১৯ সংকট : স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তন শীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইমরান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল হক রুমেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জিসান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান (ভিপি বাহার), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শহীদুল ইসলাম, মোশাররপ হোসেন ভূঁইয়া, সাংবাদিক ফারুক আল-ফয়সাল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আব্দুল্লা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী কুলসুম আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র মোজুমদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডাঃ ফখরুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় বক্তাগণ স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: