শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন । বৃহস্পতিবার ১ অক্টোবর জেলা পরিষদের অডিটোরিয়ামে রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।জেলা পরিষদের সদস্য রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, ৪ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, ৮ নং চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন পাটওয়ারী, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক কৌশিক সোহেল, তারেক আজিজ জনি, জহির পাটওয়ারী সহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হতদরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য জেলা পরিষদ সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে রায়পুরের বিভিন্ন গ্রামের ৬০ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের জনগণের কল্যাণে কাজ করেন। দেশে বেকারত্ব দূর ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও এ ধারা অব্যাহত রয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: