বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক অহিংস দিবস ও মহাত্মা গান্ধী’র জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন

কামাল মাসুদ :: ‌‌”মানবতার কল্যাণ্যে মহাত্মা গান্ধী” এই স্লোগানে আন্তর্জাতিক অহিংস দিবস ও মহাত্মা গান্ধী’র ১৫১ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে সকাল ১১টায় ‘মানবতার কল্যাণ্যে মহাত্মা গান্ধী’ শীর্ষক আলোচনা সভায় গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার এর সভাপতিত্ব আলোচনা করেন আবদুল আউয়াল প্রধান সমন্বয়ক এন আর ডি এস, পার্পেটিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এর প্রধান নির্বাহি নুরুল আলম মাসুদ, আবদুল আউয়াল প্রধান নির্বাহি এসোগড়ি উন্নয়ন সংস্থা, সংবাদকর্মী কামাল হোসেন মাসুদ, সাংবাদিক দিদারুল আলম, গান্ধী আশ্রম ট্রাস্টের পিচ কোর্ডিনেটর অসীম কুমার বক্সী, গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় প্রমুখ।

আলোচনায় বক্তারা , সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে অহিংসার আলো ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে, অহিংসা দিয়ে পৃথিবী বদলে দেওয়ার আহবান জানান সকলে। নোভেল করোনা ভাইরাস / COVID 19 জনিত বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানের সূচনা পর্বে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সর্ব ধর্মীয় প্রার্থনা এবং মহাত্মার প্রতিকৃতিতে খাদি সুতার মালা পরিয়ে দেয়া হয়। আলোচনা শেষে “অহিংসা” গীতিনাট্য পরিবেশন করেন গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: