শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে পুলিশের সাথে মতবিনিময়

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা এই মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাক প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। করোনার প্রেক্ষাপটে পূজামণ্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন এ উৎসব উদযাপনের পক্ষে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়। এসময় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী পূজা উদযাপন পরিষদ এর আহ্বায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার সদস্যবৃন্দ আলোচনা করেন।

মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারি পুলিশ সুপারগণ এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: