বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন

মানিকগঞ্জের শিবালয়ে‘দৈনিক নিউজের ১০ তম প্রতিষ্ঠা র্বাষিকী পালন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: ২০১১ সালের ১ নভেম্বর। মানিকগঞ্জ জেলার সাংবাদপত্রের ইতিহাসে নতুন যোগ হয়েছিলো একটি নতুন নাম ‘দৈনিক নিউজ’। সমাজের দর্পন হিসেবে পরিচিত দৈনিক পত্রিকার জগতে স্থান নেয়া এ পত্রিকায় এক ঝাঁক তরুণ-যুবক, অভিজ্ঞ সাংবাদিক নিরলস প্রচেষ্টায় সমাজের ভাল ও সুন্দর কাজে যুক্ত রয়েছেন।

৭ নভেম্বর ২০২০ ‘দৈনিক নিউজ’ এর দশম বর্ষে পদার্পন উপলক্ষে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গনমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক, যুব-যুবাসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। আলোচনা সভা, আবৃত্তি, সংগীতানুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে পিঠা খন্ডন, সংগীতানুষ্ঠানে বহু মানুষের পদচারণায় অনুষ্ঠানস্থল মুখর হয়ে উঠে। উপস্থিত সম্মানিত অতিথির মধ্যে অনেকেই খন্ডিত পিঁঠা দৈনিক নিউজ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর, সিনিয়র সাংবাদিক, বিজ্ঞাপন ম্যানেজারের মুখে তুলে দেন।

বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখা সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। দৈনিক নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রেজাউর রহমান খান জান, উথলী ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, তেওতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, শিবালয় ইউপি চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল, তেওতা ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোতা, শিবালয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, রফিকুল ইসলাম রফিক শুভেচ্ছা জানিয়েছেন।

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তেওতা একাডেমি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বরংগাইল জিসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, উপজেলা কেন্দ্রীয় এজিএস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ইউছুব আলী, আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: হযরত আলী, মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জিন্নাত আলী, নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।

শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, প্রভাষক মো: শাহজাহান আলী, শুকতারা একাডেমি প্রতিষ্ঠাতা সৈকত মাহমুদ খান অভিনন্দন পাঠিয়েছেন। উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: মোখলেছুর রহমান সেলিম, বিআইডব্লিউটিএ সিনিয়র স্টাফ মো: আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ রাবুল, সমাজকর্মী দীনেশ সরকার।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিজ্ঞ আইনজীবী কবি আমজাদ হোসেন শবনম, তেওতা একাডেমী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এএসএম আশরাফ উজ্জামান তুলন, প্রাক্তন প্রধান শিক্ষক কামরুন নাহার, সিনিয়র শিক্ষক গনকন্ঠ সাবেক সাংবাদিক অজয় চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। দৈনিক নিউজ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়া, শিবালয় প্রেসক্লাব যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মনীন্দ্র বিশ্বাস, উপজেলা সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধর, সাংবাদিক সমিতি সাংবাদিক সাদেকুর রহমান, সাংবাদিক সুমন হোসেন প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।

উপজেলা আ’লীগ নেতা মো: আব্বাস আলী, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো: রায়হান আলী, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি সাবেক সভাপতি বিশিষ্ট ক্রিড়া সংগঠক মো: ইকবাল হোসেন শুভেচ্ছা জানান।
এছাড়া, শিবালয় উপজেলা শিক্ষা অফিসার নাজমুছ শিহার, উপজেলা সমাজসেবা অফিসার পলাশ হোসাইন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. রফিকুল আলম, উপজেলা সমবায় অফিসার রিনাৎ ফৌজিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মতিয়ার রহমান মন্ডল প্রমুখ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বক্তারা বলেন, বিগত বছরগুলোতে দৈনিক নিউজ সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিযোগিতায় টিকে থাকার মত বস্তুনিষ্ঠ তথ্য ও উপাদান সমন্বয়ে দৈনিক নিউজ হাজারো পাঠক-গ্রাহকের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: